আইউব 39:26-30 কিতাবুল মোকাদ্দস (BACIB)

26. তোমারই বুদ্ধিতে কি বাজপাখি ওড়ে,দক্ষিণ দিকে তাঁর পাখা মেলে দেয়?

27. তোমারই হুকুমনামায় কি ঈগল উপরে উঠে,উঁচু স্থানে তার বাসা করে?

28. সে শৈলে বসতি করে, সেখানে তার বাসা,সে শৈলাগ্রে ও দুর্গম স্থানে থাকে।

29. সেখান থেকে সে শিকার অবলোকন করে,তার চোখ দূর থেকে তা নিরীক্ষণ করে।

30. তার বাচ্চাগুলোও রক্ত চোষে,যে স্থানে লাশ, সেই স্থানে সেও থাকে।  

আইউব 39