আইউব 39:22-30 কিতাবুল মোকাদ্দস (BACIB)

22. সে আশঙ্কাকে পরিহাস করে, উদ্বিগ্ন হয় না,তলোয়ারের সম্মুখ থেকে ফেরে না,

23. তূণ তাঁর বিরুদ্ধে আওয়াজ করে,শাণিত বর্শা ও শূল আওয়াজ করে।

24. সে উগ্রতায় ও ক্রোধে ভূমি খেয়ে ফেলে,তূরীবাদ্য শুনলে দাঁড়িয়ে থাকে না।

25. তূরী ধ্বনির সঙ্গে সে হ্রেষা আওয়াজ করে,দূর থেকে যুদ্ধের গন্ধ পায়,সেনাপতিদের হুঙ্কার ও সিংহনাদ শোনে।

26. তোমারই বুদ্ধিতে কি বাজপাখি ওড়ে,দক্ষিণ দিকে তাঁর পাখা মেলে দেয়?

27. তোমারই হুকুমনামায় কি ঈগল উপরে উঠে,উঁচু স্থানে তার বাসা করে?

28. সে শৈলে বসতি করে, সেখানে তার বাসা,সে শৈলাগ্রে ও দুর্গম স্থানে থাকে।

29. সেখান থেকে সে শিকার অবলোকন করে,তার চোখ দূর থেকে তা নিরীক্ষণ করে।

30. তার বাচ্চাগুলোও রক্ত চোষে,যে স্থানে লাশ, সেই স্থানে সেও থাকে।  

আইউব 39