আইউব 39:15-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. তার মনে থাকে না যে, হয়তো চরণে তা চূর্ণ করবে,কিংবা বন্য পশু তা দলিত করবে।

16. সে তাঁর বাচ্চাগুলোর প্রতি নির্দয় ব্যবহার করে,প্রসব-বেদনা বিফল হলেও নিশ্চিন্ত থাকে;

17. যেহেতু আল্লাহ্‌ তাকে জ্ঞানহীন করেছেন,তাকে বুদ্ধি দেন নি।

18. সে যখন পাখা তুলে গমন করে,তখন ঘোড়া ও তার সওয়ারকে পরিহাস করে।

19. তুমি কি ঘোড়াকে শক্তি দিয়েছ?তার ঘাড়ে কি সুন্দর কেশর দিয়েছ?

20. তাকে কি পঙ্গপালের মত লাফ দেওয়াতে পেরেছ?তার নাসিকা ধ্বনির তেজ অতি ভয়ানক।

21. সে উপত্যকায় খুর ঘসে,নিজের বিক্রমে উল্লাস করে,অস্ত্রশস্ত্রের সঙ্গে সাক্ষাৎ করতে যায়।

22. সে আশঙ্কাকে পরিহাস করে, উদ্বিগ্ন হয় না,তলোয়ারের সম্মুখ থেকে ফেরে না,

23. তূণ তাঁর বিরুদ্ধে আওয়াজ করে,শাণিত বর্শা ও শূল আওয়াজ করে।

24. সে উগ্রতায় ও ক্রোধে ভূমি খেয়ে ফেলে,তূরীবাদ্য শুনলে দাঁড়িয়ে থাকে না।

25. তূরী ধ্বনির সঙ্গে সে হ্রেষা আওয়াজ করে,দূর থেকে যুদ্ধের গন্ধ পায়,সেনাপতিদের হুঙ্কার ও সিংহনাদ শোনে।

26. তোমারই বুদ্ধিতে কি বাজপাখি ওড়ে,দক্ষিণ দিকে তাঁর পাখা মেলে দেয়?

আইউব 39