1. তুমি কি শৈলবাসী বন্য ছাগীগুলোর প্রসবকাল জান?হরিণীর প্রসবের রীতি কি নির্ণয় করতে পার?
2. তারা কত মাস গর্ভধারণ করে,তা কি নির্ণয় করতে পার?তাদের প্রসবকাল কি জান?
3. তারা হেঁট হয়, প্রসব করে,অমনি দুঃখ ঝেড়ে ফেলে।
4. তাদের বাচ্চাগুলো বলবান হয়,তারা মাঠে বৃদ্ধি পায়, প্রস্থান করে,আর ফিরে আসে না।
5. কে বন্য গাধাকে স্বাধীন করে ছেড়ে দিয়েছে?কে তাদের বন্ধন মুক্ত করেছে?