32. রাশিগুলোকে কি স্ব স্ব ঋতুতে চালাতে পার?সপ্তর্ষি ও তার পুত্রদেরকে পথ দেখাতে পার?
33. তুমি কি আকাশমণ্ডলের অনুশাসন জান?দুনিয়াতে তার কর্তৃত্ব কি নির্ধারণ করতে পার?
34. তুমি কি মেঘ পর্যন্ত তোমার ধ্বনি তুলতে পার?যেন অতিবৃষ্টি তোমাকে আচ্ছন্ন করে?
35. তুমি কি বিদ্যুৎগুলো পাঠালে তারা যাবে?তোমাকে কি বলবে, এই যে আমরা!
36. কে অন্তঃকরণকে জ্ঞান দিয়েছে?মনকে কে বুদ্ধি দিয়েছে?
37. কে প্রজ্ঞাবলে মেঘগুলোকে গণনা করতে পারে?আসমানের কুপাগুলো কে উল্টাতে পারে,
38. যাতে ধূলা দ্রবীভূত ধাতুর মত গলে যায়,ও মাটি জমাট বাঁধে?
39. তুমি কি সিংহীর জন্য শিকার খোঁজ করবে?সিংহের বাচ্চাদের ক্ষুধা কি নিবৃত্ত করবে,
40. যখন তারা গুহামধ্যে শয়ন করে,গুপ্ত স্থানে বসে শিকারের অপেক্ষায় থাকে?
41. কে দাঁড়কাককে আহার জোগায়,যখন তার বাচ্চাগুলো আল্লাহ্র কাছে আর্তনাদ করে,ও খাদ্যের অভাবে ভ্রমণ করে?