3. তুমি এখন বীরের মত কোমরবন্ধনী পর;আমি তোমাকে জিজ্ঞাসা করি,তুমি আমাকে বুঝিয়ে দাও।
4. যখন আমি দুনিয়ার ভিত্তিমূল স্থাপন করি,তখন তুমি কোথায় ছিলে?যদি তোমার বুদ্ধি থাকে তবে বল,
5. তুমি কি জান, কে দুনিয়ার পরিমাণ নির্ধারণ করলো?কে তার উপরে মানরজ্জু ধরলো?
6. তার ভিত্তিগুলো কিসের উপরে স্থাপিত হল?কে বা তার কোণের পাথর বসালো?
7. তৎকালে প্রভাতীয় নক্ষত্রগুলো একসঙ্গে আনন্দধ্বনি করলো,আল্লাহ্র পুত্ররা সকলে জয়ধ্বনি করলো।
8. কে কবাট দিয়ে সমুদ্রকে রুদ্ধ করলো?যখন তা বের হল, দুনিয়ার গর্ভাশয় থেকে বের হল?
9. তৎকালে আমি মেঘকে তার বস্ত্র করলাম,ঘন অন্ধকারকে তার আচ্ছাদন করলাম;