21. আছ বৈ কি, তখন তো তোমার জন্ম হয়েছিল!তোমার তো অনেক বয়স হয়েছে!
22. তুমি কি তুষারের ভাণ্ডারে প্রবেশ করেছ,সেই শিলাবৃষ্টির ভাণ্ডার কি তুমি দেখেছ,
23. যা আমি সঙ্কটকালের জন্য রেখেছি,সংগ্রাম ও যুদ্ধ দিনের জন্য রেখেছি?
24. কোন্ পথ দিয়ে আলো ছড়িয়ে পড়ে,ও পূর্বীয় বায়ু ভুবনময় ব্যাপ্ত হয়?অতিবৃষ্টির জন্য কে প্রণালী কেটেছে,
25. বজ্র-বিদ্যুতের জন্য কে পথ করেছে,