20. তুমি কি তার সীমাতে তাকে নিয়ে যেতে পার?তার বাড়ি যাবার পথ কি তুমি জান?
21. আছ বৈ কি, তখন তো তোমার জন্ম হয়েছিল!তোমার তো অনেক বয়স হয়েছে!
22. তুমি কি তুষারের ভাণ্ডারে প্রবেশ করেছ,সেই শিলাবৃষ্টির ভাণ্ডার কি তুমি দেখেছ,
23. যা আমি সঙ্কটকালের জন্য রেখেছি,সংগ্রাম ও যুদ্ধ দিনের জন্য রেখেছি?
24. কোন্ পথ দিয়ে আলো ছড়িয়ে পড়ে,ও পূর্বীয় বায়ু ভুবনময় ব্যাপ্ত হয়?অতিবৃষ্টির জন্য কে প্রণালী কেটেছে,
25. বজ্র-বিদ্যুতের জন্য কে পথ করেছে,
26. যেন নির্জন দেশে বৃষ্টি পড়ে,জনশূন্য মরুভূমিতে বর্ষা হয়,
27. যেন মরুভূমি ও শুকনো স্থান তৃপ্ত হয়,এবং কোমল ঘাস উৎপন্ন হয়?
28. বৃষ্টির পিতা কেউ কি আছে?শিশির-বিন্দুগুলোর জনকই বা কে?
29. বরফ কার গর্ভ থেকে উৎপন্ন হয়েছে?আকাশ থেকে যে তুষার পড়ে তার জন্ম কে দিয়েছে?
30. পানি জমে পাথরের মত হয়,জলধির মুখ কঠিন হয়ে যায়।
31. তুমি কি কৃত্তিকা নক্ষত্রগুলোকে বাঁধতে পার?কালপুরুষ নামে তারার কটিবন্ধ কি খুলতে পার?
32. রাশিগুলোকে কি স্ব স্ব ঋতুতে চালাতে পার?সপ্তর্ষি ও তার পুত্রদেরকে পথ দেখাতে পার?
33. তুমি কি আকাশমণ্ডলের অনুশাসন জান?দুনিয়াতে তার কর্তৃত্ব কি নির্ধারণ করতে পার?