আইউব 38:13-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. যেন তা দুনিয়ার প্রান্ত সকল ধরে,আর দুষ্টদেরকে তা থেকে ঝেড়ে ফেলা যায়?

14. দুনিয়া সীলমোহরকৃত মাটির মত আকার পায়,সকলই কাপড়ের মত প্রকাশ পায়;

15. দুষ্টদের থেকে আলো নিবারিত হয়,আর তাদের উঁচু বাহু ভেঙ্গে যায়।

16. তুমি কি সমুদ্রের উৎসে প্রবেশ করেছ?জলধি-তলে কি পদার্পণ করেছ?

17. তোমার কাছে কি মৃত্যুর কবাট প্রকাশিত হয়েছে?তুমি কি মৃত্যুচ্ছায়ার দ্বার দেখেছ?

18. এই দুনিয়াটা কত বড় তা কি তুমি জান?বল, যদি সমস্তই জান।

19. আলোর নিবাসে যাবার পথ কোথায়?অন্ধকারেরই বা বাসস্থান কোথায়?

20. তুমি কি তার সীমাতে তাকে নিয়ে যেতে পার?তার বাড়ি যাবার পথ কি তুমি জান?

21. আছ বৈ কি, তখন তো তোমার জন্ম হয়েছিল!তোমার তো অনেক বয়স হয়েছে!

22. তুমি কি তুষারের ভাণ্ডারে প্রবেশ করেছ,সেই শিলাবৃষ্টির ভাণ্ডার কি তুমি দেখেছ,

23. যা আমি সঙ্কটকালের জন্য রেখেছি,সংগ্রাম ও যুদ্ধ দিনের জন্য রেখেছি?

24. কোন্‌ পথ দিয়ে আলো ছড়িয়ে পড়ে,ও পূর্বীয় বায়ু ভুবনময় ব্যাপ্ত হয়?অতিবৃষ্টির জন্য কে প্রণালী কেটেছে,

25. বজ্র-বিদ্যুতের জন্য কে পথ করেছে,

26. যেন নির্জন দেশে বৃষ্টি পড়ে,জনশূন্য মরুভূমিতে বর্ষা হয়,

27. যেন মরুভূমি ও শুকনো স্থান তৃপ্ত হয়,এবং কোমল ঘাস উৎপন্ন হয়?

আইউব 38