আইউব 38:13-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. যেন তা দুনিয়ার প্রান্ত সকল ধরে,আর দুষ্টদেরকে তা থেকে ঝেড়ে ফেলা যায়?

14. দুনিয়া সীলমোহরকৃত মাটির মত আকার পায়,সকলই কাপড়ের মত প্রকাশ পায়;

15. দুষ্টদের থেকে আলো নিবারিত হয়,আর তাদের উঁচু বাহু ভেঙ্গে যায়।

16. তুমি কি সমুদ্রের উৎসে প্রবেশ করেছ?জলধি-তলে কি পদার্পণ করেছ?

17. তোমার কাছে কি মৃত্যুর কবাট প্রকাশিত হয়েছে?তুমি কি মৃত্যুচ্ছায়ার দ্বার দেখেছ?

18. এই দুনিয়াটা কত বড় তা কি তুমি জান?বল, যদি সমস্তই জান।

19. আলোর নিবাসে যাবার পথ কোথায়?অন্ধকারেরই বা বাসস্থান কোথায়?

আইউব 38