9. ঝড়ের কক্ষ থেকে ঝটিকা আসে,উত্তর থেকে শীত আসে।
10. আল্লাহ্র নিশ্বাস থেকে নীহার জন্মে,এবং বিস্তারিত পানি সঙ্কুচিত হয়ে পড়ে।
11. এছাড়া, আল্লাহ্ ঘন মেঘ পানিতে পূর্ণ করেন,তাঁর বিদ্যুতের মেঘ বিস্তার করেন।
12. তাঁর পরিচালনায় তা ঘোরে,যেন তারা তাঁর হুকুম অনুসারে কাজ করে,সমস্ত ভূমণ্ডলেই যেন করে।