6. ফলে তিনি তুষারকে বলেন, দুনিয়াতে পড়,সামান্য বৃষ্টিকেও তা বলেন,তাঁর মূষলধারার বৃষ্টিকেও বলেন।
7. তিনি প্রত্যেক মানুষের হাত সীলমোহর করে দেন,যেন তাঁর নির্মিত সকল মানুষই জ্ঞান পায়।
8. তখন পশুদের আশ্রয় স্থানে প্রবেশ করে,যার যার গহ্বরে থাকে।
9. ঝড়ের কক্ষ থেকে ঝটিকা আসে,উত্তর থেকে শীত আসে।
10. আল্লাহ্র নিশ্বাস থেকে নীহার জন্মে,এবং বিস্তারিত পানি সঙ্কুচিত হয়ে পড়ে।