1. এতেও আমার হৃদয় কাঁপছে,স্বস্থানে থেকে দুপ্ দুপ্ করছে।
2. শোন শোন, ঐ তাঁর গর্জনের শব্দ,ঐ তাঁর মুখ থেকে বের হওয়া স্বর।
3. তিনি সমস্ত আসমানের নিচে তা পাঠান,দুনিয়ার অন্ত পর্যন্ত তাঁর বিদ্যুৎ চালান।
4. এর পরে গর্জনের আওয়াজ আসে,তিনি তাঁর মহান স্বরে বজ্রনাদ করেন;তাঁর বাণী শোনা যায়, তিনি ঐ সমস্ত রোধ করেন না।