28. মেঘমালা তা ঢেলে দেয়,তা মানুষের উপরে অঝোর ধারায় বৃষ্টি পড়ে।
29. মেঘমালার বিস্তারণ কেউ কি বুঝতে পারে?তাঁর বজ্রের গর্জন কে বোঝে?
30. দেখুন, তিনি আপনার চারদিকে স্বীয় আলো বিস্তার করেন,তিনি সমুদ্রের তলা আবৃত করেন।
31. কারণ তিনি এসব দ্বারা জাতিদেরকে শাসন করেন,তিনি প্রচুর পরিমাণে শস্য উৎপন্ন করেন।
32. তিনি তাঁর অঞ্জলি বিদ্যুতে পূর্ণ করেন,তাকে লক্ষ্যে বিধবার হুকুম দেন।