23. কে তাঁর গন্তব্য নির্ধারণ করেছ?কে বলতে পারে, তুমি অন্যায় করেছ?
24. মনে রাখবেন, তাঁর কাজের মহিমা স্বীকার করা চাই,মানুষ কাওয়ালীর দ্বারা তার কীর্তন করেছে।
25. সকল মানুষ তা শুনেছে,প্রত্যেকে দূর থেকে তা দর্শন করে।
26. দেখুন আল্লাহ্ মহান, আমরা তাঁকে জানি না;তাঁর বর্ষ-সংখ্যার সন্ধান পাওয়া যায় না।
27. তিনি পানির সমস্ত বিন্দু আকর্ষণ করেন,সেগুলো তার বাষ্প থেকে বৃষ্টিরূপে পড়ে;
28. মেঘমালা তা ঢেলে দেয়,তা মানুষের উপরে অঝোর ধারায় বৃষ্টি পড়ে।
29. মেঘমালার বিস্তারণ কেউ কি বুঝতে পারে?তাঁর বজ্রের গর্জন কে বোঝে?
30. দেখুন, তিনি আপনার চারদিকে স্বীয় আলো বিস্তার করেন,তিনি সমুদ্রের তলা আবৃত করেন।
31. কারণ তিনি এসব দ্বারা জাতিদেরকে শাসন করেন,তিনি প্রচুর পরিমাণে শস্য উৎপন্ন করেন।
32. তিনি তাঁর অঞ্জলি বিদ্যুতে পূর্ণ করেন,তাকে লক্ষ্যে বিধবার হুকুম দেন।
33. তার গর্জন তাঁর পরিচয় দেয়,পশুপালগুলোও তার আগমন জানায়।