2. আপনি আমার প্রতি একটু ধৈর্য ধরুন,আমি আপনাকে কিছু শিক্ষা দেব,কারণ আল্লাহ্র পক্ষে আমার আরও কথা আছে।
3. আমি দূর থেকে আমার জ্ঞান আনবো,আমার নির্মাতার উপর ধর্মময়তা আরোপ করবো।
4. সত্যিই আমার কথা মিথ্যা নয়,জ্ঞানে সিদ্ধ এক জন ব্যক্তি আপনার সহবর্তী।
5. দেখুন, আল্লাহ্ পরাক্রমী, তবু কাউকেও তুচ্ছ করেন না;তিনি বুদ্ধিবলে পরাক্রমী।
6. তিনি দুষ্টদের প্রাণ রক্ষা করেন না,কিন্তু দুঃখীদের পক্ষে ন্যায়বিচার করেন।
7. তিনি ধার্মিকদের থেকে চোখ ফিরিয়ে নেন না;কিন্তু সিংহাসনে উপবিষ্ট বাদশাহ্দের সঙ্গেতাদেরকে চিরকালের তরে বসান,তারা উন্নত হয়।
8. তারা যদি শিকলে বাঁধা পরে,যদি দুঃখের দড়িতে আবদ্ধ হয়;
9. তবে তিনি দেখিয়ে দেন তাদের কাজ,ও তাদের সমস্ত অধর্ম, যা সগর্বে করেছে;
10. তিনি উপদেশের প্রতি তাদের কান খুলে দেন,তাদেরকে অধর্ম থেকে ফিরতে হুকুম দেন।
11. তারা যদি কথা শোনে ও তাঁর সেবা করে,তবে সুসম্পদে নিজ নিজ আয়ু কাটাবে,সুখে নিজ নিজ সমস্ত বছর যাপন করবে।