আইউব 35:8-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. আপনার নাফরমানীর ফল আপনার মত মানুষের উপর,এবং আপনার ধার্মিকতার ফল মানুষের-সন্তানের উপর বর্তে।

9. উপদ্রবের বাহুল্যে লোকে কান্নাকাটি করে,বলবানদের হাত থেকে রক্ষা পাবার জন্য মিনতি করে।

10. কিন্তু কেউ বলে না, আমার নির্মাতা আল্লাহ্‌ কোথায়?তিনি তো রাতের বেলায় শক্তি দান করেন।

11. তিনি ভূতলের পশুদের চেয়ে আমাদের বেশি শিক্ষা দেন,আসমানের পাখিগুলোর চেয়ে বেশি বুদ্ধিমান করেন।

আইউব 35