আইউব 35:10-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. কিন্তু কেউ বলে না, আমার নির্মাতা আল্লাহ্‌ কোথায়?তিনি তো রাতের বেলায় শক্তি দান করেন।

11. তিনি ভূতলের পশুদের চেয়ে আমাদের বেশি শিক্ষা দেন,আসমানের পাখিগুলোর চেয়ে বেশি বুদ্ধিমান করেন।

12. সেখানে দুর্বৃত্তদের অহঙ্কারের দরুন লোকে কান্নাকাটি করে,কিন্তু তিনি জবাব দেন না।

আইউব 35