আইউব 34:6-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. আমি ন্যায়বান হলেও মিথ্যাবাদী গণিত,বিনা দোষে আমি দারুণ আহত হয়েছি।

7. আইউবের মত কোন ব্যক্তি আছে?তিনি পানির মত উপহাস পান করেন,

8. অধর্মচারীদের সঙ্গে চলেন,দুর্বৃত্তদের পথে গমন করেন।

9. কেননা তিনি বলেছেন, মানুষের কোন লাভ নেই,যখন সে আল্লাহ্‌র সঙ্গে প্রণয় রাখে।

10. অতএব, হে বুদ্ধিমানেরা, আমার কথা শুনুন,এই কথা দূরে থাকুক যে, আল্লাহ্‌ দুষ্কর্ম করবেন,সর্বশক্তিমান অন্যায় করবেন।

11. কারণ তিনি মানুষের কাজের ফল তাকে দেন,মানুষের গতি অনুসারে তার দশা ঘটান।

12. আল্লাহ্‌ তো কখনও দুষ্টাচরণ করেন না,সর্বশক্তিমান কখনও বিচার বিপরীত করেন না।

13. দুনিয়ার কর্তৃত্বভার তাঁকে কে দিল?সমস্ত দুনিয়ার দেখাশুনার কাজে কে তাঁকে লাগাল?

14. যদি তিনি তাঁর নিজের কথাই ভাবতেন,তাঁর রূহ্‌ ও নিশ্বাস তাঁর নিজের কাছে সংগ্রহ করতেন,

15. তবে সমস্ত মানুষ একেবারে ধ্বংস হয়ে যেত,মানুষ পুনর্বার ধুলিতে ফিরে যেত।

16. যদি আপনার বিবেচনা থাকে, তবে শুনুন,আমার কথায় কান দিন।

আইউব 34