আইউব 34:31-37 কিতাবুল মোকাদ্দস (BACIB)

31. কেউ কি আল্লাহ্‌কে বলেছে, আমি (শাস্তি) পেয়েছি,আর গুনাহ্‌ করবো না,

32. যা দেখতে পাই না, তা আমাকে শেখাও;যদি অন্যায় করে থাকি, আর করবো না?

33. তাঁর প্রতিদান কি আপনার ইচ্ছামত হবে যে,আপনি তা অগ্রাহ্য করলেন?মনোনীত করা আপনার কাজ, আমার নয়;অতএব আপনি যা জানেন, বলুন।

34. বুদ্ধিমান লোকেরা আমাকে বলবেন,জ্ঞানবানেরা আমার কথা শুনে বলবেন,

35. আইউব জ্ঞানশূন্য হয়ে কথা বলছেন,তার কথা বুদ্ধি বিবর্জিত।

36. আইউবের পরীক্ষা শেষ পর্যন্ত হলেই ভাল,কেননা তিনি অধার্মিকদের মত জবাব দিয়েছেন।

37. বস্তুতঃ তিনি গুনাহে অধর্ম যোগ করেন,তিনি আমাদের মধ্যে হাততালি দেন,আর তিনি আল্লাহ্‌র বিরুদ্ধে অনেক কথা বলেন।  

আইউব 34