25. এভাবে তিনি তাদের সকল কাজের হিসাব রাখেন,রাতে তাদের উল্টিয়ে ফেলেন, তাতে তারা চূর্ণ হয়।
26. তিনি তাদের দুর্জন বলে প্রহার করেন,সকলের দৃষ্টিগোচরেই করেন;
27. কারণ তারা তাঁর পিছনে চলা থেকে ফিরল,তাঁরা সমস্ত পথ অবহেলা করলো;
28. এভাবে দরিদ্রের কান্না তার কাছে আনা হল;আর তিনি দুঃখীদের কান্না শুনলেন।