1. ইলীহূ আরও বলতে লাগলেন,
2. হে বিজ্ঞেরা, আমার কথা শুনুন;হে জ্ঞানবানেরা, আমার কথায় কান দিন।
3. কেননা রসনা যেমন খাদ্যের স্বাদ নেয়,তদ্রূপ কান কথার পরীক্ষা করে।
4. আসুন, যা ন্যায্য তা-ই মনোনীত করি,কোন্টি ভাল, নিজেদের মধ্যে স্থির করি।
5. দেখুন, আইউব বললেন, আমি ধার্মিক,কিন্তু আমার যা ন্যায্য, আল্লাহ্ তা হরণ করেছেন;
6. আমি ন্যায়বান হলেও মিথ্যাবাদী গণিত,বিনা দোষে আমি দারুণ আহত হয়েছি।
7. আইউবের মত কোন ব্যক্তি আছে?তিনি পানির মত উপহাস পান করেন,