আইউব 33:2-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. দেখুন, আমি এখন মুখ খুলেছি,আমার তালুস্থিত জিহ্বা কথা বলছে।

3. আমার কথা মনের সরলতা প্রকাশ করবে,আমার ওষ্ঠাধর যা জানে, সরল তা ভাবে বলবে।

4. আল্লাহ্‌র রূহ্‌ আমাকে রচনা করেছেন,সর্বশক্তিমানের নিশ্বাস আমাকে জীবন দেন।

5. আপনি যদি পারেন, আমাকে জবাব দিন,আমার সম্মুখে কথা গুছিয়ে বলুন, উঠে দাঁড়ান।

6. দেখুন, আল্লাহ্‌র কাছে আমিও আপনার মত;আমাকেও মাটি দিয়ে তৈরি করা হয়েছে।

7. দেখুন, আমার ভয়ানকতা আপনাকে ত্রাসযুক্ত করবে না,আমার ভার আপনার দুর্বহ হবে না।

আইউব 33