2. দেখুন, আমি এখন মুখ খুলেছি,আমার তালুস্থিত জিহ্বা কথা বলছে।
3. আমার কথা মনের সরলতা প্রকাশ করবে,আমার ওষ্ঠাধর যা জানে, সরল তা ভাবে বলবে।
4. আল্লাহ্র রূহ্ আমাকে রচনা করেছেন,সর্বশক্তিমানের নিশ্বাস আমাকে জীবন দেন।
5. আপনি যদি পারেন, আমাকে জবাব দিন,আমার সম্মুখে কথা গুছিয়ে বলুন, উঠে দাঁড়ান।
6. দেখুন, আল্লাহ্র কাছে আমিও আপনার মত;আমাকেও মাটি দিয়ে তৈরি করা হয়েছে।
7. দেখুন, আমার ভয়ানকতা আপনাকে ত্রাসযুক্ত করবে না,আমার ভার আপনার দুর্বহ হবে না।
8. আপনি আমার কর্ণগোচরেই কথা বলেছেন,আমি আপনার কথার আওয়াজ শুনতে পেয়েছি,
9. “আমি পাক-পবিত্র, আমার অধর্ম নেই;আমি নিষ্কলঙ্ক, আমাতে অপরাধ নেই;
10. দেখুন, তিনি আমার বিরুদ্ধে ছিদ্র খোঁজ করেন,আমাকে আপনার দুশমন গণনা করেন;
11. তিনি আমার পা শিকল দিয়ে বেঁধেছেন,আমার সমস্ত পথ নিরীক্ষণ করেন।”
12. দেখুন, এই বিষয়ে আপনি যথার্থবাদী নন—আমি আপনাকে জবাব দিই—কেননা মানুষের চেয়ে আল্লাহ্ মহান।
13. আপনি কেন তার সঙ্গে বিতণ্ডা করছেন?তিনি তো আপনার কোন কথার জবাব দেন না।