19. সে নিজের বিছানায় ব্যথিত হয়ে শাস্তি পায়,তার অস্থিতে নিরন্তর যন্ত্রণা হয়,
20. আহারেও তার জীবনের রুচি হয় না,সুস্বাদু খাদ্যও তার প্রাণে ভাল লাগে না,
21. তার মাংস ক্ষয় পেয়ে অদৃশ্য হয়,তার অদৃশ্য অস্থিগুলো বের হয়ে পড়ে।
22. তার প্রাণ কূপের নিকটস্থ হয়,তার জীবন মৃত্যুর দূতদের নিকটবর্তী হয়।
23. যদি তার সঙ্গে এক জন ফেরেশতা থাকেন,এক জন অর্থকারক, হাজারের মধ্যে এক জন,যিনি মানুষকে তার পক্ষে যা ন্যায্য, তা দেখান,