17. যেন তিনি মানুষকে দুষ্কর্ম থেকে নিবৃত্ত করেন,যেন মানুষ থেকে অহঙ্কার গুপ্ত রাখেন।
18. তিনি কূপ থেকে তার প্রাণ,মৃত্যুর আঘাত থেকে তার জীবন রক্ষা করেন।
19. সে নিজের বিছানায় ব্যথিত হয়ে শাস্তি পায়,তার অস্থিতে নিরন্তর যন্ত্রণা হয়,
20. আহারেও তার জীবনের রুচি হয় না,সুস্বাদু খাদ্যও তার প্রাণে ভাল লাগে না,
21. তার মাংস ক্ষয় পেয়ে অদৃশ্য হয়,তার অদৃশ্য অস্থিগুলো বের হয়ে পড়ে।
22. তার প্রাণ কূপের নিকটস্থ হয়,তার জীবন মৃত্যুর দূতদের নিকটবর্তী হয়।
23. যদি তার সঙ্গে এক জন ফেরেশতা থাকেন,এক জন অর্থকারক, হাজারের মধ্যে এক জন,যিনি মানুষকে তার পক্ষে যা ন্যায্য, তা দেখান,
24. তবে তিনি তার প্রতি কৃপা করে বলেন,“কূপে নেমে যাওয়া থেকে একে মুক্ত কর,আমি তার কাফ্ফারা পেলাম।”
25. তার দেহ বালকের চেয়েও সতেজ হবে,সে যৌবন কাল ফিরে পাবে।
26. সে আল্লাহ্র কাছে মুনাজাত করে,আর তিনি তার প্রতি খুশি হন,তাই সে হর্ষধ্বনিপূর্বক তাঁর মুখ দর্শন করে,আর তিনি মানুষকে তার ধার্মিকতা ফিরিয়ে দেন।
27. সে মানুষের কাছে গজল গেয়ে বলে, “আমি গুনাহ্ করেছি,ন্যায়ের বিপরীত করেছি, তবুও তার মত প্রতিফল পাই নি;
28. তিনি কূপে প্রবেশ করা থেকে আমার প্রাণকে মুক্ত করেছেন,আমি আলো উপভোগ করার জন্য বেঁচে থাকব।”
29. দেখুন, আল্লাহ্ এসব কাজ করেন,মানুষের সঙ্গে দু’বার, তিনবার করেন,
30. যেন কূপ থেকে তার প্রাণ ফিরিয়ে আনেন,যেন সে জীবনের আলোতে আলোকিত হয়।