আইউব 33:14-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. আল্লাহ্‌ একবার বলেন, বরং দু’বার,কিন্তু লোকে মন দেয় না।

15. স্বপ্নে, রাত্রিকালীন দর্শনে,যখন মানুষেরা অগাধ নিদ্রায় মগ্ন হয়, বিছানায় সুখনিদ্রা যায়,

16. তখন তিনি মানুষের কান খুলে দেন,সাবধান বাণী দিয়ে তাদের ভয় দেখান,

17. যেন তিনি মানুষকে দুষ্কর্ম থেকে নিবৃত্ত করেন,যেন মানুষ থেকে অহঙ্কার গুপ্ত রাখেন।

18. তিনি কূপ থেকে তার প্রাণ,মৃত্যুর আঘাত থেকে তার জীবন রক্ষা করেন।

19. সে নিজের বিছানায় ব্যথিত হয়ে শাস্তি পায়,তার অস্থিতে নিরন্তর যন্ত্রণা হয়,

20. আহারেও তার জীবনের রুচি হয় না,সুস্বাদু খাদ্যও তার প্রাণে ভাল লাগে না,

21. তার মাংস ক্ষয় পেয়ে অদৃশ্য হয়,তার অদৃশ্য অস্থিগুলো বের হয়ে পড়ে।

22. তার প্রাণ কূপের নিকটস্থ হয়,তার জীবন মৃত্যুর দূতদের নিকটবর্তী হয়।

23. যদি তার সঙ্গে এক জন ফেরেশতা থাকেন,এক জন অর্থকারক, হাজারের মধ্যে এক জন,যিনি মানুষকে তার পক্ষে যা ন্যায্য, তা দেখান,

24. তবে তিনি তার প্রতি কৃপা করে বলেন,“কূপে নেমে যাওয়া থেকে একে মুক্ত কর,আমি তার কাফ্‌ফারা পেলাম।”

আইউব 33