12. দেখুন, এই বিষয়ে আপনি যথার্থবাদী নন—আমি আপনাকে জবাব দিই—কেননা মানুষের চেয়ে আল্লাহ্ মহান।
13. আপনি কেন তার সঙ্গে বিতণ্ডা করছেন?তিনি তো আপনার কোন কথার জবাব দেন না।
14. আল্লাহ্ একবার বলেন, বরং দু’বার,কিন্তু লোকে মন দেয় না।
15. স্বপ্নে, রাত্রিকালীন দর্শনে,যখন মানুষেরা অগাধ নিদ্রায় মগ্ন হয়, বিছানায় সুখনিদ্রা যায়,
16. তখন তিনি মানুষের কান খুলে দেন,সাবধান বাণী দিয়ে তাদের ভয় দেখান,
17. যেন তিনি মানুষকে দুষ্কর্ম থেকে নিবৃত্ত করেন,যেন মানুষ থেকে অহঙ্কার গুপ্ত রাখেন।