আইউব 33:10-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. দেখুন, তিনি আমার বিরুদ্ধে ছিদ্র খোঁজ করেন,আমাকে আপনার দুশমন গণনা করেন;

11. তিনি আমার পা শিকল দিয়ে বেঁধেছেন,আমার সমস্ত পথ নিরীক্ষণ করেন।”

12. দেখুন, এই বিষয়ে আপনি যথার্থবাদী নন—আমি আপনাকে জবাব দিই—কেননা মানুষের চেয়ে আল্লাহ্‌ মহান।

13. আপনি কেন তার সঙ্গে বিতণ্ডা করছেন?তিনি তো আপনার কোন কথার জবাব দেন না।

14. আল্লাহ্‌ একবার বলেন, বরং দু’বার,কিন্তু লোকে মন দেয় না।

আইউব 33