5. পরে ঐ তিন ব্যক্তির মুখে আর জবাব নেই দেখে ইলীহূ ক্রোধে জ্বলে উঠলেন।
6. আর বূষীয় বারখেলের পুত্র ইলীহূ বললেন,আমি যুবক, আর আপনারা প্রাচীন,তাই সঙ্কুচিত ছিলাম,আপনাদের কাছে আমার মতামত প্রকাশ করতে ভয় করলাম।
7. আমি বললাম, বয়সই কথা বলুক,বছরের বাহুল্যই প্রজ্ঞা শিক্ষা দিক।
8. কিন্তু মানুষের মধ্যে রূহ্ আছে,সর্বশক্তিমানের নিশ্বাস তাদেরকে বিবেচক করে।