আইউব 32:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে ঐ তিন জন আইউবকে জবাব দিতে ক্ষান্ত হলেন, কারণ তিনি নিজের দৃষ্টিতে নিজেকে ধার্মিক মনে করেছিলেন।

2. তখন রাম গোষ্ঠীজাত বূষীয় বারখেলের পুত্র ইলীহূর ক্রোধে জ্বলে উঠলেন, আইউবের প্রতি তিনি ক্রুদ্ধ হলেন, কারণ তিনি আল্লাহ্‌র চেয়ে নিজেকে ধার্মিক জ্ঞান করেছিলেন।

3. আবার তাঁর তিন বন্ধুর প্রতি তাঁর ক্রোধে জ্বলে উঠলেন, কারণ তারা জবাব দিতে না পেরেও আইউবকে দোষী করেছিলেন।

4. ইলীহূর বয়সের চেয়ে তাদের সকলের বয়স বেশি ছিল, তাই তিনি আইউবের কাছে কথা বলবার জন্য অপেক্ষা করেছিলেন।

5. পরে ঐ তিন ব্যক্তির মুখে আর জবাব নেই দেখে ইলীহূ ক্রোধে জ্বলে উঠলেন।

6. আর বূষীয় বারখেলের পুত্র ইলীহূ বললেন,আমি যুবক, আর আপনারা প্রাচীন,তাই সঙ্কুচিত ছিলাম,আপনাদের কাছে আমার মতামত প্রকাশ করতে ভয় করলাম।

7. আমি বললাম, বয়সই কথা বলুক,বছরের বাহুল্যই প্রজ্ঞা শিক্ষা দিক।

আইউব 32