আইউব 31:5-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. আমি যদি মিথ্যার সহচর হয়ে থাকি,আমার পা যদি ছলের পথে দৌড়ে থাকে,

6. (তিনি ধর্মনিক্তিতে আমাকে ওজন করুন,আল্লাহ্‌ আমার সিদ্ধতা জ্ঞাত হোন;)

7. আমি যদি বিপথে পদসঞ্চার করে থাকি,আমার হৃদয় যদি চোখের অনুবর্তী হয়ে থাকে,আমার হাতে যদি কোন কলঙ্ক লেগে থাকে,

8. তবে আমি রোপন করলে অন্যে ফল ভোগ করুক,ও আমার সমস্ত চারা উৎপাটিত হোক।

9. আমার হৃদয় যদি রমণীতে মুগ্ধ হয়ে থাকে,প্রতিবেশীর দরজার কাছে যদি আমি লুকিয়ে থাকি,

10. তবে আমার স্ত্রী পরের জন্য যাঁতা পেষণ করুক,অন্য লোকে তাকে ভোগ করুক!

আইউব 31