38. আমার ভূমি যদি আমার প্রতিকূলে কান্না করে,তার চাষের সমস্ত রেখা যদি কান্নাকাটি করে,
39. আমি যদি বিনা অর্থে তার ফলভোগ করে থাকি,ভূমির অধিকারীদের প্রাণহানির কারণ হয়ে থাকি,
40. তবে গমের স্থানে কাঁটা উৎপন্ন হোক,যবের স্থানে বিষবৃক্ষ উৎপন্ন হোক।এখানে আইউবের কথা শেষ হয়েছে।