3. তা কি অন্যায়কারীর জন্য বিপদ নয়?তা কি অধর্মচারীদের জন্য দুর্গতি নয়?
4. তিনি কি আমার সমস্ত পথ দেখেন না?আমার সকল পদক্ষেপ গণনা করেন না?
5. আমি যদি মিথ্যার সহচর হয়ে থাকি,আমার পা যদি ছলের পথে দৌড়ে থাকে,
6. (তিনি ধর্মনিক্তিতে আমাকে ওজন করুন,আল্লাহ্ আমার সিদ্ধতা জ্ঞাত হোন;)
7. আমি যদি বিপথে পদসঞ্চার করে থাকি,আমার হৃদয় যদি চোখের অনুবর্তী হয়ে থাকে,আমার হাতে যদি কোন কলঙ্ক লেগে থাকে,
8. তবে আমি রোপন করলে অন্যে ফল ভোগ করুক,ও আমার সমস্ত চারা উৎপাটিত হোক।
9. আমার হৃদয় যদি রমণীতে মুগ্ধ হয়ে থাকে,প্রতিবেশীর দরজার কাছে যদি আমি লুকিয়ে থাকি,
10. তবে আমার স্ত্রী পরের জন্য যাঁতা পেষণ করুক,অন্য লোকে তাকে ভোগ করুক!
11. কেননা তা জঘন্য কাজ,তা বিচারকর্তাদের কর্তৃক দণ্ডনীয় অপরাধ;
12. তা সর্বনাশ পর্যন্ত গ্রাসকারী আগুন,তা আমার ফসলের শিকড় পর্যন্ত গ্রাস করতো।
13. আমার গোলাম বা বাঁদী আমার কাছে অভিযোগ করলে,যদি তাদের বিচারে অবহেলা করে থাকি,
14. তবে আল্লাহ্ উঠলে আমি কি করবো?তিনি প্রশ্ন করলে তাঁকে কি জবাব দেব?
15. যিনি মাতৃগর্ভে আমাকে রচনা করেছেন,তিনিই কি ওকেও রচনা করেন নি?একই জন কি আমাদেরকে গর্ভে গঠন করেন নি?‘
16. আমি যদি দরিদ্রদেরকে তাদের অভীষ্ট বস্তু থেকেবঞ্চিত করে থাকি,যদি বিধবার নয়ন নৈরাশ্যে সজল করে থাকি,
17. যদি আমার খাদ্য একা খেয়ে থাকি,এতিম তার কিছু খেতে না পেয়ে থাকে,
18. (বস্তুত আমার বাল্যকাল থেকে সে যেমন পিতার কাছে,তেমনি আমার কাছে বেড়ে উঠত,কারণ আজন্মকাল আমি বিধবার উপকার করেছি;)
19. যখন আমি কাউকেও কাপড়ের অভাবে মরার মত দেখেছি,দীনহীনকে উলঙ্গ দেখেছি,