আইউব 31:26-30 কিতাবুল মোকাদ্দস (BACIB)

26. যখন তেজোময় সূর্যকে দেখেছি,জ্যোৎস্না-ভরা চন্দ্রকে দেখেছি,

27. তখন যদি আমার মন গোপনে মুগ্ধ হয়ে থাকে,আমার মুখ যদি হাতকে চুম্বন করে থাকে,

28. তবে তাও বিচারকর্তাদের শাসনীয় অপরাধ হত,কেননা তা হলে ঊর্ধ্ববাসী আল্লাহ্‌কে অস্বীকার করতাম।

29. আমার বিদ্বেষীর বিপদে কি আনন্দ করেছি?তার অমঙ্গলে কি উল্লসিত হয়েছি?

30. বরঞ্চ আমার মুখকে গুনাহ্‌ করতে দেই নি;বদদোয়াসহ ওর প্রাণ যাচ্ঞা করি নি।

আইউব 31