আইউব 31:2-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. ঊর্ধ্ববাসী আল্লাহ্‌ থেকে কি প্রকার অংশ প্রাপ্তি হয়?বেহেশতের সর্বশক্তিমান থেকে কি প্রকার অধিকার প্রাপ্তি হয়?

3. তা কি অন্যায়কারীর জন্য বিপদ নয়?তা কি অধর্মচারীদের জন্য দুর্গতি নয়?

4. তিনি কি আমার সমস্ত পথ দেখেন না?আমার সকল পদক্ষেপ গণনা করেন না?

5. আমি যদি মিথ্যার সহচর হয়ে থাকি,আমার পা যদি ছলের পথে দৌড়ে থাকে,

6. (তিনি ধর্মনিক্তিতে আমাকে ওজন করুন,আল্লাহ্‌ আমার সিদ্ধতা জ্ঞাত হোন;)

7. আমি যদি বিপথে পদসঞ্চার করে থাকি,আমার হৃদয় যদি চোখের অনুবর্তী হয়ে থাকে,আমার হাতে যদি কোন কলঙ্ক লেগে থাকে,

8. তবে আমি রোপন করলে অন্যে ফল ভোগ করুক,ও আমার সমস্ত চারা উৎপাটিত হোক।

আইউব 31