9. সম্প্রতি আমি তাদের গানের বিষয় হয়েছি,বস্তুত আমি তাদেরই গল্পের বিষয়।
10. তারা আমাকে ঘৃণা করে, আমা থেকে দূরে থাকে,আমার মুখে থুথু ফেলতে ভয় করে না।
11. তিনি তো তাঁর দড়ি খুলে আমাকে নত করেছেন,তারা আমার সাক্ষাতে তাদের বল্গা ফেলে দিয়েছে।
12. ওরা আমার ডান দিকে উঠে,আমাকে পালিয়ে যেতে বাধ্য করে,আমার বিরুদ্ধে বিনাশের পথ প্রস্তুত করে।
13. তারা আমার সমস্ত পথ রোধ করে,আমার সর্বনাশার্থে সফলকাম হয়;কেউ তাদের সাহায্য করতে আসে না।
14. তারা যেন প্রশস্ত ছিদ্র দিয়ে আসে,ভঙ্গের মধ্যে আমার উপরে এসে গড়িয়ে পড়ে।
15. নানা রকম ত্রাস আমার সম্মুখে উপস্থিত,সেসব বায়ুর মত আমার সম্ভ্রম দূর করছে;মেঘের মত আমার মঙ্গল অতীত হচ্ছে।
16. এখন আমার প্রাণ আমার মধ্যে দ্রবীভূত;দুঃখের দিনগুলো আমাকে আক্রমণ করছে।
17. রাতে আমার সমস্ত অস্থি ঝড়ে যায়,আমার সমস্ত ব্যথ্যা কখনও বিশ্রাম নেয় না।
18. (রোগের) প্রবল শক্তিতে আমার পরিচ্ছদ বিকৃত হয়,জামার গলার মত আমাতে এঁটে থাকে।