আইউব 30:28-31 কিতাবুল মোকাদ্দস (BACIB)

28. বিনা রৌদ্রে আমি ম্লান হয়ে বেড়াচ্ছি,আমি সমাজে উঠে দাঁড়াই, আর্তনাদ করি।

29. আমি শিয়ালদের ভাই হয়েছি,উটপাখিদের বন্ধু হয়েছি।

30. আমার চামড়া কালো রংয়ের হয়েছে, খসে খসে পড়ছে,আমার অস্থি তাপে দগ্ধ হয়েছে।

31. আমার বীণার সুর আজ হাহাকারে পরিণত,আমার বাঁশীর সুরে শোনা যাচ্ছে বিলাপের কান্না।  

আইউব 30