আইউব 30:20-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. আমি তোমার কাছে আর্তনাদ করি,তুমি উত্তর দাও না; আমি দাঁড়িয়ে থাকি,তুমি আমার প্রতি কেবলমাত্র দৃষ্টিপাত করছে।

21. তুমি আমার প্রতি নির্দয় হয়ে উঠছে,তোমার বাহুবল আমাকে তাড়না করছে।

22. তুমি আমাকে তুলে বাতাসে ছেড়ে দিয়েছ,ঝটিকায় বিলীন করছে।

23. বস্তুত আমি জানি, তুমি আমাকে মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছ;সমস্ত জীবিত লোকদের নির্ধারিত স্থানে নিয়ে যাচ্ছ।

24. পড়বার সময়ে লোক কি হাত বাড়িয়ে ধরে না?কষ্টের সময়ে কি সাহায্যের জন্য আর্তনাদ করে না?

25. আমি বিপদগ্রস্তের জন্য কি কাঁদতাম না?দীনের জন্য কি শোকাকুলচিত্ত হতাম না?

26. আমি মঙ্গলের অপেক্ষা করলে অমঙ্গল ঘটলো,আলোর প্রতীক্ষা করলে অন্ধকার আসল।

27. আমার অন্ত্র জ্বলতে থাকে, শান্তি পায় না,দুঃখের দিনগুলো আমার সম্মুখবর্তী হয়েছে।

আইউব 30