19. (আল্লাহ্) আমাকে পঙ্কে মগ্ন করেছেন,আমি ধূলা ও ভস্মের মত হচ্ছি।
20. আমি তোমার কাছে আর্তনাদ করি,তুমি উত্তর দাও না; আমি দাঁড়িয়ে থাকি,তুমি আমার প্রতি কেবলমাত্র দৃষ্টিপাত করছে।
21. তুমি আমার প্রতি নির্দয় হয়ে উঠছে,তোমার বাহুবল আমাকে তাড়না করছে।
22. তুমি আমাকে তুলে বাতাসে ছেড়ে দিয়েছ,ঝটিকায় বিলীন করছে।