1. সম্প্রতি, যারা আমা থেকে অল্প বয়স্ক,তারা আমাকে পরিহাস করে;আমি তাদের পিতাদেরকে আমার পালরক্ষককুকুরদের সঙ্গে রাখতেও অবজ্ঞা করতাম।
2. তাদের বাহুবলে আমার কি ফল হতে পারে?তাদের তেজ তো নষ্ট হয়েছে।
3. তারা দীনতায় ও খাদ্যের অভাবে অসাড় হয়ে পড়ে,উৎসন্নতা ও শূন্যতার ঘোরে শুকনো ভূমি চর্বণ করে;
4. তারা ঝোপের কাছে বিস্বাদু শাক তোলে,রেতম গাছের শিকড় তাদের খাদ্যদ্রব্য।