আইউব 3:6-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. সেই রাত ঘন অন্ধকারময় হোক,তা বছরের দিনগুলোর মধ্যে গণনা না করা হোক,তা মাসের সংখ্যার মধ্যে গণ্য না হোক।

7. দেখ, সেই রাত বন্ধ্যা হোক,আনন্দগান তাতে প্রবেশ না করুক।

8. তারা তাকে বদদোয়া দিক;,যারা দিনকে বদদোয়া দেয়,যারা লিবিয়াথনকে জাগাতে নিপুণ।

9. তার সান্ধ্য নক্ষত্রগুলো অন্ধকার হোক,সে যেন আলোর অপেক্ষায় থাকলেও আলো না পায়,সে যেন ঊষার প্রথম আলো দেখতে না পায়।

10. কেননা সে আমার জননীর জঠরের কবাট বন্ধ করে নি,আমার চোখ থেকে কষ্ট গুপ্ত রাখে নি।

11. আমি কেন গর্ভে ইন্তেকাল করি নি?উদর থেকে পড়ামাত্র কেন প্রাণত্যাগ করি নি?

12. জানুযুগল কেন আমাকে গ্রহণ করেছিল?স্তনযুগলই বা কেন আমাকে দুধদিয়েছিল?

13. তা হলে এখন শয়ন করে বিশ্রামকরতাম,নিদ্রিত হতাম, শান্তি পেতাম;

আইউব 3