18. সেখানে বন্দীরা নিরাপদে একত্র থাকে,তারা উপদ্রবকারীর চিৎকার আর শোনে না;
19. সেই স্থানে ছোট বড় একইএবং গোলাম তার মালিক থেকে মুক্ত।
20. দুঃখার্তকে কেন আলো দেওয়া হয়?তিক্তপ্রাণকে কেন জীবন দেওয়া হয়?তারা মৃত্যুর আকাঙক্ষা করে,
21. কিন্তু তা আসে না,তারা গুপ্তধনের চেয়ে তার সন্ধান করে।
22. কবর পেতে পারলে তারা আহ্লাদ করে,মহানন্দে উল্লসিত হয়।
23. কেন তাকে আলো দেওয়া হয়েছে যে আলো দেখতে পায় না,তার চারদিকে আল্লাহ্ বেড়া দিয়েছেন।