12. জানুযুগল কেন আমাকে গ্রহণ করেছিল?স্তনযুগলই বা কেন আমাকে দুধদিয়েছিল?
13. তা হলে এখন শয়ন করে বিশ্রামকরতাম,নিদ্রিত হতাম, শান্তি পেতাম;
14. বাদশাহ্রা ও দেশের মন্ত্রীদের সঙ্গে থাকতাম,যাঁরা নিজেদের জন্য ধ্বংসস্থান নির্মাণ করেছিলেন;
15. বা অধিপতিদের সঙ্গে থাকতাম, যাঁদের সোনা ছিল,যাঁরা রূপা দিয়ে স্ব স্ব বাড়ি পরিপূর্ণ করতেন;