10. কেননা সে আমার জননীর জঠরের কবাট বন্ধ করে নি,আমার চোখ থেকে কষ্ট গুপ্ত রাখে নি।
11. আমি কেন গর্ভে ইন্তেকাল করি নি?উদর থেকে পড়ামাত্র কেন প্রাণত্যাগ করি নি?
12. জানুযুগল কেন আমাকে গ্রহণ করেছিল?স্তনযুগলই বা কেন আমাকে দুধদিয়েছিল?
13. তা হলে এখন শয়ন করে বিশ্রামকরতাম,নিদ্রিত হতাম, শান্তি পেতাম;
14. বাদশাহ্রা ও দেশের মন্ত্রীদের সঙ্গে থাকতাম,যাঁরা নিজেদের জন্য ধ্বংসস্থান নির্মাণ করেছিলেন;
15. বা অধিপতিদের সঙ্গে থাকতাম, যাঁদের সোনা ছিল,যাঁরা রূপা দিয়ে স্ব স্ব বাড়ি পরিপূর্ণ করতেন;
16. কিংবা গুপ্ত গর্ভস্রাবের মত প্রাণহীন হতাম।দিনের আলো দেখে নি এমন শিশুর মত হতাম।
17. সেই স্থানে দুষ্টরা আর উৎপাত করে না,সেই স্থানে শ্রান্ত লোকেরা বিশ্রাম পায়;
18. সেখানে বন্দীরা নিরাপদে একত্র থাকে,তারা উপদ্রবকারীর চিৎকার আর শোনে না;
19. সেই স্থানে ছোট বড় একইএবং গোলাম তার মালিক থেকে মুক্ত।
20. দুঃখার্তকে কেন আলো দেওয়া হয়?তিক্তপ্রাণকে কেন জীবন দেওয়া হয়?তারা মৃত্যুর আকাঙক্ষা করে,
21. কিন্তু তা আসে না,তারা গুপ্তধনের চেয়ে তার সন্ধান করে।
22. কবর পেতে পারলে তারা আহ্লাদ করে,মহানন্দে উল্লসিত হয়।
23. কেন তাকে আলো দেওয়া হয়েছে যে আলো দেখতে পায় না,তার চারদিকে আল্লাহ্ বেড়া দিয়েছেন।