আইউব 29:3-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. তখন আমার মাথার উপরে তার প্রদীপ জ্বলতো,তার আলোতে আমি অন্ধকারেও চলতাম।

4. আমি উত্তম অবস্থায় ছিলাম,আল্লাহ্‌র গুঢ় মন্ত্রণা আমার তাঁবুর উপরে থাকতো;

5. তখন সর্বশক্তিমান আমার সহায় ছিলেন,আমার সন্তানেরা আমার চারদিকে ছিল।

6. আমার পায়ের চিহ্ন দুধে নিমজ্জিত হত,শৈল হত আমার জন্য তেলের নদী।

7. আমি নগরের দিকে গিয়ে তোরণদ্বারে উঠতাম,চকে আমার আসন প্রস্তুত করতাম,

8. যুবকেরা আমাকে দেখে লুকাত,বৃদ্ধেরা উঠে দাঁড়াতেন;

9. নেতৃবর্গ কথা বলা থেকে নিবৃত্ত হতেন,নিজ নিজ মুখে হাত দিয়ে থাকতেন;

10. বড় লোকেরা অবাক হয়ে থাকতেন,তাঁদের জিহ্বা তালুতে লেগে থাকতো;

11. আমার কথা শুনলে লোকে আমার সাধুবাদ করতো,আমাকে দেখলে তারা আমার পক্ষে সাক্ষ্য দিত।

12. কারণ আমি আর্তনাদকারী দুঃখীকে,এবং এতিম ও অসহায়কে উদ্ধার করতাম।

13. হতভাগ্য লোকের দোয়া আমার উপরে বর্তিত;আমি বিধবার চিত্তকে আনন্দগান করাতাম।

আইউব 29