18. তখন বলতাম, আমি নিজের বাড়ি মধ্যে মরবো;আমার দিন বালুকণার মত বহুসংখ্যক হবে।
19. পানির ধারে আমার মূল বিস্তৃত হয়,সমস্ত রাত আমার শাখায় শিশির থাকে,
20. আমার গৌরব আমাতে সতেজ থাকে,আমার ধনুক আমার হাতে নতুনীকৃত হয়।
21. লোকে আমারই কথা শোনত, প্রতীক্ষা করতো,আমার পরামর্শের জন্য নীরব হয়ে থাকতো।
22. আমার কথার পরে তারা আর কথা বলতো না;আমার কালাম তাদের উপরে বিন্দু বিন্দু ঝরত।
23. তারা যেমন বৃষ্টির, তেমনি আমার প্রতীক্ষা করতো;যেন শেষ বর্ষার জন্য মুখ বিস্তার করতো।
24. আমি তাদের প্রতি হাসলে তারা বিশ্বাস করতো না,তারা আমার মুখের আলো ম্লান করতো না।