17. আমি অন্যায়কারীর চোয়াল ভেঙ্গে ফেলতাম,তার দাঁত হতেই শিকার উদ্ধার করতাম।
18. তখন বলতাম, আমি নিজের বাড়ি মধ্যে মরবো;আমার দিন বালুকণার মত বহুসংখ্যক হবে।
19. পানির ধারে আমার মূল বিস্তৃত হয়,সমস্ত রাত আমার শাখায় শিশির থাকে,
20. আমার গৌরব আমাতে সতেজ থাকে,আমার ধনুক আমার হাতে নতুনীকৃত হয়।