12. কারণ আমি আর্তনাদকারী দুঃখীকে,এবং এতিম ও অসহায়কে উদ্ধার করতাম।
13. হতভাগ্য লোকের দোয়া আমার উপরে বর্তিত;আমি বিধবার চিত্তকে আনন্দগান করাতাম।
14. আমি ধার্মিকতা পরতাম,আর তা পরতো আমাকে;আমার ন্যায়বিচার পরিচ্ছদ ও তাজস্বরূপ ছিল।
15. আমি অন্ধের চোখ ছিলাম,আমি খঞ্জের পা ছিলাম।
16. আমি দীনহীনের পিতা ছিলাম;যাকে না জানতাম, তারও বিচারের তদন্ত করতাম;
17. আমি অন্যায়কারীর চোয়াল ভেঙ্গে ফেলতাম,তার দাঁত হতেই শিকার উদ্ধার করতাম।