আইউব 28:23-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. আল্লাহ্‌ই তার পথ জানেন;তিনিই কেবল জানেন তা কোথায় থাকে;

24. কেননা তিনি দুনিয়ার প্রান্ত পর্যন্ত দেখেন,সমস্ত আসমানের অধঃস্থানে তার দৃষ্টি যায়।

25. তিনি যখন বায়ুর গুরুত্ব নিরূপণ করলেন,যখন পরিমাণ দ্বারা পানি পরিমিত করলেন,

26. যখন তিনি বৃষ্টির নিয়ম স্থাপন করলেন,বিদ্যুৎ ও মেঘ-গর্জনের পথ স্থির করলেন,

27. তখন প্রজ্ঞাকে দেখলেন ও প্রচার করলেন,তা স্থাপন করলেন, তার সন্ধানও করলেন;

28. আর তিনি মানবজাতিকে বললেন,দেখ, প্রভুর ভয়ই প্রজ্ঞা,দুষ্কর্ম থেকে সরে যাওয়াই সুবিবেচনা।

আইউব 28